রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: পুতিনের নতুন কমান্ডার সের্গেই সুরুভিকিন সম্পর্কে কী জানা যায়?
গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড়! সোমবার হঠাৎ করেই রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আর এর পেছনে উঠে আসছে একজন ব্যক্তির ভূমিকার কথা।
সের্গেই সুরুভিকিন। যাকে এই প্রথমবার রাশিয়া পুরো ইউক্রেন অভিযানের কমান্ডার হিসেবে দায়িত্ব দিয়েছে।
এগারোই অক্টোবর নিজের জন্মদিনেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছেন রুশ সেনাবাহিনীতে নির্মম হিসেবে খ্যাতি পাওয়া এই জেনারেল।
কেউবা আবার তাকে সম্বোধন করেন জেনারেল আরমাগেডন হিসেবে। অর্থাৎ সবচেয়ে বড় ও গূরুত্বপূর্ণ যুদ্ধের জেনারেল।