থাইল্যান্ডের ডে কেয়ারে হামলা: ‘কেন সে নিরপরাধ শিশুদের সাথে এমন করল?’
থাইল্যান্ডের একটি নার্সারিতে বন্দুক হামলায় যারা নিহত হয়েছেন তাদের স্বজন ও বন্ধুরা প্রিয়জনের মৃত্যুতে শোকে ভেঙ্গে পড়েছেন।
দেশটির একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তা বন্দুক ও ছুরি হাতে ওই নার্সারিতে অতর্কিত হামলা চালান।
তার আক্রমণে ঘটনাস্থলে নিহত হন অনেকে। যাদের অধিকাংশই শিশু।
নিহতদের মধ্যে একজন আট মাসের গর্ভবতী শিক্ষিকাও ছিলেন।
বন্দুকধারী ওই হামলা চালানোর পর নিজের বাড়িতে ফিরে যান। এবং সেখানে গিয়ে নিজ পরিবারকে হত্যা করেন।
তারপর বন্দুকের নল নিজের দিকে ঘুরিয়ে করেন আত্মহত্যা।
পুলিশ ঘাতকের সন্ধানে অভিযান চালালে এই তথ্য পাওয়া যায়।