মাহসা আমিনি: ইরানে শিক্ষার্থীদের চোখ বেঁধে বেধড়ক পিটালো পুলিশ

ভিডিওর ক্যাপশান, ইরানের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চোখ বেঁধে পুলিশের মারধর

ইরানের শরীফ ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থীদের চোখ বেঁধে পুলিশ মারধর করার পর এ ঘটনার প্রতিবাদে ইরান জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ আরো জোরদার হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়ি পার্কিং এলাকায় শিক্ষার্থীদের ধাওয়া করে তাদের চোখ বেঁধে মারধর করেছে পুলিশ।

ভিডিওটির যথার্থতা যাচাই করেছে বিবিসি।

তবে সেখানে দেখা যাচ্ছে, পুলিশ শিক্ষার্থীদের জন্য অপেক্ষা করছে এবং তারা বের হলে তাদের মোটরবাইকে করে নিয়ে যাচ্ছে।

বিবিসি বাংলার আরো খবর পড়ুন: