বন বিড়ালের সাথে ধীর গতির স্লথের লড়াইয়ের বিরল দৃশ্য

ভিডিওর ক্যাপশান, স্লথ আর বনবিড়ালের লড়াই

অ্যামাজনিয়ান ইকুয়েডরের টিপুটিনি বায়োডাইভারসিটি স্টেশনের ক্যামেরায় এক অভাবনীয় দৃশ্য দেখেছে সেখানকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণকারীরা।

ক্যামেরায় ধারণকৃত ছবিতে দেখা যাচ্ছে একটি অলস স্লথ একটি দ্রুতগামী বন বিড়ালের বিরুদ্ধে লড়াই করছে৷

স্লথরা সাধারণত তাদের ধীরগতির জন্য সুপরিচিত এবং আক্রমণের শিকার হলে তারা খুব কমই লড়াই করে।

কিন্তু এটা কোনো সাধারণ স্লথ নয়।

ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ওই বন বিড়ালের হামলা প্রতিহত করতে এই স্লথ কিভাবে তার লম্বা লম্বা নখর ব্যবহার করেছে।

আরও পড়তে পারেন: