বুফে খেতে গিয়ে যেসব ভুলে খাবার অপচয় করেন গ্রাহকরা

ভিডিওর ক্যাপশান, বুফে খেতে গিয়ে যেসব ভুলে খাবার অপচয় করেন গ্রাহকরা

সম্প্রতি এক জরিপে উঠে এসেছে একজন বাংলাদেশি গড়ে ৬৫ কেজি খাবার অপচয় করেন এবং প্রতি বছর বাংলাদেশে এক কোটি টনের বেশি খাবার অপচয় হয়।

রেস্তোরাঁর পরিচালকরা জানান, বুফে খেতে এসে অনেক গ্রাহকই অতিরিক্ত পরিমাণ খাবার অপচয় করেন। মূলত যে টাকা পরিশোধ করে গ্রাহকরা বুফে খেতে আসেন, সেটি উসুল করতে গিয়ে তারা খাবার অপচয় করেন।

তবে গ্রাহকদের অনেকের অভিযোগ অনেক ক্ষেত্রে খাবারের স্বাদ ও মান ভালো না হোলে বাধ্য হয়ে তারা ওসব খাবার ফেলে দেন।

বুফে খেতে গিয়ে কী কী ভুলে খাবার অপচয় হয় এবং এটি কমানোর উপায় কী - জানতে দেখুন বিবিসির শাহনেওয়াজ রকির ভিডিও প্রতিবেদনে।

বিবিসি বাংলার আরও খবর পড়ুন:

তবে গ্রাহকদের অনেকের অভিযোগ অনেক ক্ষেত্রে খাবারের স্বাদ ও মান ভালো না হোলে বাধ্য হয়ে তারা ওসব খাবার ফেলে দেন।

বুফে খেতে গিয়ে কী কী ভুলে খাবার অপচয় হয় এবং এটি কমানোর উপায় কী জানতে দেখুন এই ভিডিওটি।