নাগোর্নো-কারাবাখ: আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘাত কেন?
আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে আবার সোমবার রাতে লড়াই শুরু হয়েছে।
গত তিন দশকে প্রতিবেশী এই দুই দেশ বড় ধরণের দুটি যুদ্ধে জড়িয়েছে। এছাড়া ছোট-খাট সংঘাত নিয়মিত লেগেই থাকে। মঙ্গলবার রাশিয়া জানায়, সাম্প্রতিক সংঘাতে তাদের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়েছে।
আর্মেনিয়া প্রাথমিকভাবে জানিয়েছে যে, সংঘাত আপাতত শান্ত হয়েছে। তবে যুদ্ধ বন্ধ হয়েছে কি-না, সে বিষয়ে তারা কিছু বলেনি। পরে আজারবাইজান বলেছে যে, প্রতিবেশীর উস্কানির জবাব দেয়াটা শেষ করেছে তারা।
কিন্তু দুটি দেশের মধ্যে নতুন করে এই সংঘাতের কারণ কী? কেন তাদের মধ্যে দীর্ঘ মেয়াদী যুদ্ধ অব্যাহত আছে? আর এক্ষেত্রে রাশিয়া ও তুরস্কের ভূমিকা কী - দেখুন ভিডিওতে।
বিবিসি বাংলার আরও খবর: