মাটির গভীরে যেভাবে তৈরি হচ্ছে পারমাণবিক বর্জ্যের গোরস্থান
বিশ্ব জুড়ে ফসিলজাত জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি আবারো মানুষের নজর ফিরিয়েছে পারমাণবিক জ্বালানির দিকে।
ইউরোপের অনেক দেশই এখন নতুন প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা নিয়ে এগুচ্ছে - যার মধ্যে যুক্তরাজ্যও আছে।
কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটা সমস্যা হচ্ছে - এর যে তেজষ্ক্রিয় বর্জ্য তা হাজার হাজার বছর ধরে বিপজ্জনক অবস্থায় থাকে।
এই বর্জ্য কোথায় ফেলা হবে, অথবা তার ব্যবস্থাপনাই বা কীভাবে হবে - এ প্রশ্নের অনেক রকম সমাধান বহুদিন ধরেই খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। সম্ভাব্য একটি সমাধান হলো মাটির শত শত মিটার নিচে দীর্ঘ সময়ের জন্য এ বর্জ্য মজুত করে রাখা।
এরকমই একটি প্রযুক্তি বেশ কিছুকাল ধরে পরীক্ষা করে দেখা হচ্ছে সুইডেনে।
এ নিয়েই বিবিসি নিউজের থিও লেগেটের ভিডিও রিপোর্ট।