মিজোরাম কেন স্বাগত জানাচ্ছে মিয়ানমারের চিন শরণার্থীদের
মিয়ানমারে গত বছরের সেনা অভ্যুত্থানের পর থেকে সে দেশের হাজার হাজার শরণার্থী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে আশ্রয় নিয়েছেন।
এই শরণার্থীরা মূলত মিয়ানমারের চিন প্রদেশের বাসিন্দা, সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতেই ভারতে পালিয়ে এসেছেন।
ভারত সরকার তাদের শরণার্থীর মর্যাদা না-দিলেও মিজোরামের রাজ্য সরকার ও স্থানীয় মানুষজন তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, গত দেড় বছরেরও বেশি সময় ধরে মিজোরামের প্রশাসন, বিভিন্ন এনজিও ও চার্চের সক্রিয় উদ্যোগে রাজ্যজুড়ে এরকম অসংখ্য শরণার্থী শিবির চলছে।
কেন আর কীভাবে মিয়ানমারের এই নাগরিকরা ভারতে পালিয়ে এসেছেন, মিজোরামে কীভাবেই বা তাদের দিন কাটছে – সরেজমিনে তা দেখতে দুর্গম চাম্পাই হিলস এলাকার বেশ কয়েকটি শিবিরে গিয়েছিলেন বিবিসি বাংলার শুভজ্যোতি ঘোষ।