প্রিন্সেস ডায়ানা: মৃত্যুর ২৫ বছর পরও কীভাবে মানুষ তাকে মনে রেখেছে ?
ডায়ানা, সাবেক ব্রিটিশ প্রিন্সেস- যাকে বলাই হতো ‘দি মোস্ট ফটোগ্রাফড ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড”।
তার মারা যাওয়ার পেছনেও শেষ পর্যন্ত দায়ী করা হয় পাপারাজ্জি বা যারা অনুমতি ছাড়াই ছুটে গিয়ে তারকাদের ছবি তোলেন, তাদেরকে।
১৯৯৭ সালে ৩১ শে অগাস্ট প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা।
মৃত্যুর ২৫ বছর পর একটু ফিরে দেখা যাক তার জীবন।
বিবিসি বাংলার আরও খবর: