স্বর্ণ: সোনার দাম বাড়া ও কমার পেছনে কারণ কী?

ভিডিওর ক্যাপশান, স্বর্ণের দাম কীভাবে নির্ধারণ করা হয়?

অগাস্ট মাসের শুরুতেই বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েছে।

বাংলাদেশ জুয়েলারি সমিতির তথ্য মতে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৩১ টাকায়। এই দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ।

এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৬ হাজার ৯৭৯ টাকায়।

স্বর্ণের দামের এমন ওঠানামার বিষয়টি নির্ভর করে চাহিদা ও জোগানের ওপরে, যেটা কিনা যেকোনো পণ্যের দামের ওঠানামা বিষয়টি নির্ভর করে। তবে সোনার ক্ষেত্রে যোগ হয় ভোক্তার আচরণ।

বিবিসি বাংলার আরো খবর: