যে নদীতে মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে আসে

ভিডিওর ক্যাপশান, যে নদীতে মাছ নিজেই আপনার কাছে লাফিয়ে আসে

ভাবুনতো, মাছ ধরতে গিয়েছেন- কিন্তু মাছ নিজেই লাফিয়ে আপনার কাছে ধরা দিচ্ছে।

ভাবতে অবাক হলেও এমনটি ঘটে থাকে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেটের একটি গ্রামে।

গত প্রায় ১৭ বছর ধরে মাছ ধরার এমন প্রতিযোগিতা 'রেডনেক ফিশিং টুর্নামেন্ট'-এর আয়োজন চলে আসছে।

কেমন হয় এই আয়োজন, আর কী উদ্দেশ্যে এটি - দেখুন ভিডিওতে।

বিবিসি বাংলার আরো খবর: