শিল্প: সূর্যালোক দিয়ে কাঠ পুড়িয়ে ছবি আঁকেন যে শিল্পী

ভিডিওর ক্যাপশান, সূর্যালোক দিয়ে কাঠ পুড়িয়ে ছবি আঁকেন যে শিল্পী

আপনি কি কাউকে সূর্যের আলো দিয়ে ছবি আঁকতে দেখেছেন? ভারতের তামিলনাডু রাজ্যের ভিগনেশ হচ্ছেন এমনি একজন 'সূর্যালোক-শিল্পী।'

তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সূর্যের আলো ফোকাস করে একটা কাঠের বোর্ডে পোড়া দাগ তৈরি করে শিল্পকর্ম বানান।

ইনস্টাগ্রামে অন্য শিল্পীদের দেখে তার নিজের কাজে সূর্যালোক ব্যবহার করতে অনুপ্রাণিত হয়েছিলেন ভিগনেশ।

ধীরে ধীরে তার কাজ মানুষের চোখে পড়তে শুরু করে।

এখন লোকে তাকে একজন সূর্যালোক-শিল্পী হিসেবেই চেনে। ভিগনেশ এ কাজ করে অর্থও আয় করছেন।

তার চারজন ছাত্রও আছে, যারা তার কাছে এ কাজ শিখছে।

দেখুন বিবিসির আশফাক আহমেদের তৈরি ভিডিও।

আরো দেখতে পারেন: