ইলিশ: নদী আর সাগরের ইলিশ চেনার উপায় কী?
বাংলাদেশে নদীর আর সাগরের - এই দু ধরণের ইলিশ পাওয়া গেলেও ক্রেতারা নদীর ইলিশই কিনতে চান।
কারণ সাগরের ইলিশের চেয়ে নদীর ইলিশ বেশি সুস্বাদু হয়ে থাকে।
কিন্তু সাধারণ মানুষের পক্ষে কীভাবে চেনা সম্ভব কোনটা নদীর ইলিশ আর কোনটা সাগরের ইলিশ?
সেটি জানার চেষ্টা করেছেন বিবিসির নাগিব বাহার।
বিবিসি বাংলায় আরো পড়ুন: