মিশরে বর্ণবৈষম্য: 'ওরা আমাকে রঙ ফর্সা করার ক্রিম মাখতে বলতো'
আরব বিশ্বে বিবিসি নিউজের জরিপে দেখা যাচ্ছে, সেখানে অনেক মানুষ তাদের অঞ্চলে বর্ণবৈষম্য সম্পর্কে সচেতন। কিন্তু মিশরে এই চিত্র একেবারে উল্টো। সেখানে মাত্র ৮ শতাংশ মানুষ এটিকে সমস্যা মনে করেন। ৮৬ শতাংশ বলেছেন, মিশরে বর্ণবৈষম্য ‘একেবারেই’ নেই। তবে মিশরে বর্ণবৈষম্যের বিরুদ্ধে সক্রিয় এক নারীর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। এ নিয়ে বিবিসির এই প্রতিবেদন: