আটকে পড়া বাচ্চা হাতি ও মা হাতিকে উদ্ধারের অভিনব ঘটনা
থাইল্যান্ডে গর্তে পড়ে যাওয়া একটি হাতি ও তার বাচ্চাকে বাঁচিয়েছেন উদ্ধারকর্মীরা।
হাতির শাবকটি গর্তে পড়ে গেলে উদ্বিগ্ন হয়ে যায় মা হাতিটি। পরে বিশালাকার দেহের হাতিটিও গর্তে আটকে যায়।
পরে মা হাতিটিকে ক্রেন দিয়ে টেনে তোলা হলেও চেতনানাশক দেওয়ায় সেটি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে।
কোনভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না। কিন্তু শিশুটি কাছে যেতেই এক অভিনব ঘটনার সাক্ষী হন উদ্ধারকর্মীরা। বিস্তারিত দেখুন ভিডিওতে।
আরও পড়তে পারেন: