ইউরোপের বিভিন্ন দেশে একসাথে মানব-পাচারবিরোধী সবচেয়ে বড় অভিযান
ইউরোপের পাঁচটি দেশের কয়েকশ পুলিশ ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেনে মানব-পাচারের সাথে জড়িত থাকার সন্দেহে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করেছে।
অভিযানের মূল ফোকাস ছিল জার্মানির ওসনাব্রুক শহর। পুলিশ বলছে ওই শহর ছিল পাচার চক্রের অন্যতম মূল কেন্দ্র।
পুলিশ বলছে গত দেড় বছরে বিশ্বের সবচেয়ে ব্যস্ত এই সমুদ্রপথে ছোট নৌকায় করে দশ হাজারের মতো মানুষকে ব্রিটেনে পাচার করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন অনেক নৌকা চীন থেকে জার্মানিতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে সেগুলো ফরাসি উপকূলে পাঠানো হয়।
কিভাবে এই অভিযান চালানো হয়- দেখুন ভিডিওতে: