গর্ভপাতের জন্য জেল খাটছেন এল সালভাদরের যে নারীরা
ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশের আইনে গর্ভপাত সম্পূর্ণ নিষিদ্ধ।
এতই কঠোর এসব আইন যে কোন নারী যদি ধর্ষণ বা নিষিদ্ধ যৌনসম্পর্কের ফলেও গর্ভবতী হন বা গর্ভাবস্থায় নারীর জীবন বিপন্নও হয় - তাহলেও গর্ভপাত বেআইনি এ দেশগুলোতে।
এল সালভাদরে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে মিসক্যারেজ বা অনিচ্ছাকৃত গর্ভপাত হলেও নারীদের হত্যার দায়ে অভিযুক্ত করে ৩০ বছর পর্যন্ত কারাদন্ড দেয়া হয়েছে।
রাজধানী সান সালভাদরে এমনই একজনের সাথে কথা বলেছেন বিবিসির সাংবাদিক উইল গ্র্যান্ট।