প্রতিবন্ধী: ‘আমি মানুষটা ছোট, কিন্তু আমার স্বপ্নটা বিশাল’

ভিডিওর ক্যাপশান, ‘আমি মানুষটা ছোট, কিন্তু আমার স্বপ্নটা বিশাল’

ভারতের নারী উদ্যোক্তা গীতা কুপ্পুস্বামীর দেহ খর্বকায়, এবং বামন বলে কেউ তাকে চাকরি দেয়নি।

তাই তিনি নিজেই শুরু করলেন ব্যবসা এবং বেছে বেছে প্রতিবন্ধীদের সেখানে চাকরি দিলেন।

তার দেহের উচ্চতা মাত্র দু'ফিট, কিন্তু মনের উচ্চতা অনেক।

তিনি বলছেন, তিনি প্রতিবন্ধী বলে মানুষ তাকে কাজের সুযোগ দিতে চায়নি, এটাই তার সাফল্যে চাবিকাঠি।

এখানে দেখুন তার কাহিনি।