কেরালার লেসবিয়ান দম্পতি আদালতের রায়ে একত্রিত, স্বস্তি ও ভয় দুটোই আছে
ভারতের কেরালার একটি সমকামী নারী দম্পতি আদালতের রায়ের ফলে একত্রিত হতে পেরেছেন।
২২ বছর বয়সী আদিলা নাসরিন সম্প্রতি অভিযোগ করেন যে তার সঙ্গী ২৩ বছর বয়সী ফাতিমা নূরাকে তার পরিবার জোর করে বাড়ি নিয়ে গেছে।
পরে আদালতের শরণাপন্ন হন মিজ. আদিলা নাসরিন।
আর আদালতও তার পক্ষে রায় দিয়েছে।
সৌদি আরবে পড়াশোনা করতে গিয়ে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।
বিবিসি বাংলায় আরও দেখতে পারেন: