ফজলুর রহমান বাবু: শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় নিয়ে ব্যস্ত এই অভিনেতা কেন পার্শ্ব চরিত্রেই অভিনয় করেন?

ভিডিওর ক্যাপশান, ফজলুর রহমান বাবু- বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ নিয়ে ব্যস্ত এই অভিনেতা কেন পার্শ্ব চরিত্রেই অভিনয় করেন?

বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা ও সঙ্গীতশিল্পী ফজলুর রহমান বাবু এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অভিনয় নিয়ে।

বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন, রেডিও ও সিনেমাতে একযোগে কাজ করছেন দীর্ঘদিন ধরে। জন্ম ফরিদপুরে।

শৈশব, কৈশরের দিন গুলো কেটেছে সেখানেই।

খুব অল্প বয়সেই যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ দেখেছেন, তাদের একজন তিনি।

কলেজে পড়ার সময় যোগ দেন নাট্যদলে। তবে পেশা শুরু করেন ব্যাংকার হিসেবে।

কাজের সূত্রে ঢাকায় আসার পর যোগ দেন আরন্যক নাট্যদলে।

পর্দার অত্যন্ত জনপ্রিয় একজন মুখ হলেও তাকে মূলত দেখা যায় পার্শ্ব চরিত্রে অভিনয় করতে, কিন্তু কেন?

নাটক নিয়ে ভাবনাসহ তাঁর জীবনের নানা গল্প তিনি করেছেন বিবিসি বাংলার আফরোজা নীলার সঙ্গে।

বিবিসি বাংলার আরো কিছু সাক্ষাৎকার: