কেন প্যারাগুয়েতে অভিবাসী হচ্ছে বহু জার্মান
দক্ষিণ আমেরিকার প্যারাগুয়েতে পারানা নদীর তীরে জার্মান অভিবাসীদের একটি বসতি আছে - যা ১০০ বছরের পুরোনো। এর নাম ইউনাইটেড কলোনি।
গত ক'মাসে এখানে দলে দলে নতুন অভিবাসী আসছে। প্যারাগুয়েতে চলে আসছেন হাজার হাজার জার্মান নাগরিক। কিন্তু কেন?
এ অভিবাসীরা বলছেন, কোভিড নিষেধাজ্ঞা তাদের জার্মানি ছেড়ে এখানে চলে আসার একটা কারণ। এই জার্মানরা অনেকেই টিকা নেননি।
তবে শুধু যে কোভিডের জন্যই এই নতুন অভিবাসীরা আসছে তা নয়।
তাদের অনেকে বলছেন, ২০১৫ সালের পর জার্মানিতে প্রায় ১৫ লাখ অভিবাসী ও শরণার্থী আশ্রয় নিয়েছে - যাদের অনেকেই মুসলিম। অনেকেই এ নিয়ে খুশি নয়।
প্যারাগুয়ের দীর্ঘ ইতিহাস আছে অভিবাসীদের গ্রহণ করার। এটা এ সমাজের অংশ।
স্থানীয় লোকেরা বলছে, নবাগতদের তারা স্বাগত জানান, কিন্তু কোন ধরনের বিদ্বেষকে নয়। এটা প্যারাগুয়ের চরিত্রের বিরোধী।
প্যারাগুয়ের এই জার্মানদের সাথে কথা বলেছেন বিবিসির মার পিচেল।