মশা: কামড়ানো ছাড়া এটির কী উপকারিতা আছে?

ভিডিওর ক্যাপশান, পৃথিবীতে মশা কেন প্রয়োজন?

প্রতিবছর বিশ্বে প্রায় দশ লাখ মানুষের মৃত্যু হয় বিভিন্ন রকম মশাবাহিত রোগে।

পৃথিবীতে তিন হাজারের বেশি প্রজাতির মশা থাকলেও এর মধ্যে একশোরও কম প্রজাতি মানুষের জন্য ক্ষতিকর।

কীটতত্ববিদদের অনেকে এই ক্ষতিকর প্রজাতির মশা নির্মূলের পক্ষপাতী।

আবার অনেকে মনে করেন, সব ধরনের মশা নির্মূল করলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ব্যহত হবে।

মশা না থাকলে পরিবেশের ওপর কী প্রভাব পড়বে - দেখুন বিবিসির নাগিব বাহারের প্রতিবেদনে।

বিবিসি বাংলায় আরো পড়ুন: