ইমরান খান: পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কতটা সফল আর কতটা ব্যর্থ?
দুই হাজার আঠারো সালে পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান। তিনি হয়তো তখন ভাবেননি যে তার দলের নেতারা, যারা তাকে সমর্থন করেছেন, তারাই একদিন বিরোধী দলকে সমর্থন দেবেন। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসবে।
কিন্তু ইমরান খান সরকারের ইতি ঘটেছে সাড়ে তিন বছই।
বহু নাটকীয়তার পর পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান।
শনিবার সারাদিন জাতীয় পরিষদের অধিবেশন তিন চার দফা মুলতুবি হবার পর পাকিস্তানে মধ্যরাতের পর অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিষদের ৩৪২জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য তার প্রতি অনাস্থা প্রকাশ করে ভোট দেন।
পাকিস্তানের ইতিহাসে এই প্রথম একজন প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা ছাড়তে হলো।
বিবিসি বাংলার আরও খবর: