পঁচিশে মার্চ ১৯৭১: শাহজাহান মিয়ার যে বার্তায় সারাদেশে পৌঁছে গিয়েছিলো রাজারবাগে হামলার খবর
পুলিশ কনস্টেবল মোহাম্মদ শাহজাহান মিয়া, কাজ করতেন রাজারবাগ পুলিশ লাইনের ওয়্যারলেস ট্রান্সমিশনে। ২৫শে মার্চ রাতে যখন পাক বাহিনী রাজারবাগ পুইশ লাইনে হামলা করে তখন তিনি ছিলেন ট্রান্সমিশনের দায়িত্বে।
সারাদিন নানান ঘটনা প্রবাহের কারণে তারা সবাই অপেক্ষা করছিলো কখন আক্রমণ হবে পুলিশ লাইনে এই আশংকা নিয়ে।
এভাবে নানান ঘটনা প্রবাহের পর ২৫শে মার্চ রাত সাড়ে এগারটা নাগাদ হামলা করে পাক বাহিনী।
আর এই হামলার খবর সারা দেশের সব পুলিশ স্টেশনে একযোগে জানিয়ে দেন শাহজাহান মিয়া, যাতে তারাও কোন ধরনের হামলা হলে প্রতিরোধ করতে পারে।
মেসেজটা ছিল- "দ্যা বেইজ ফর অল স্টেশন্স অব ইস্ট পাকিস্তান পুলিশ, কিপ লিসেন অ্যান্ড ওয়াচ, উই আর অলরেডি আন্ডার এটাকড বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইয়োরসেল্ভস, ওভার অ্যান্ড আউট।"
মেসেজ পাঠানোর পরে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন শাহজাহান মিয়া, একসময় বন্দিও হন পাক সেনাদের হাতে।
পঁচিশে মার্চ রাতে কী ঘটেছিলো রাজারবাগ পুলিশ লাইনে, এবং শাহজাহান মিয়াসহ আরও পুলিশ সদস্যরা পাক সেনাদের হাতে বন্দি হয়েও কীভাবে মুক্তি পেলেন, এসব নিয়ে তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিবিসির শাহনেওয়াজ রকিকে।
বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি।