আবৃত্তি: ফেসবুক যেভাবে হয়ে উঠেছে শিশুদের কাব্য চর্চার মাধ্যম

ভিডিওর ক্যাপশান, ফেসবুক যেভাবে হয়ে উঠেছে শিশুদের কাব্য চর্চার মাধ্যম

মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে শিশু আরুশিকে কবিতা আবৃত্তি করতে শেখান তার মা, কিন্তু চমকটি পান যখন তার কবিতা নেটিজেনরা পছন্দ করতে শুরু করে।

আরুশির কোন কোন আবৃত্তির দর্শক দশ লাখ ছাড়িয়ে যায়, পরে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজের ডাক পায় আরুশি।

আরুশির মা ফেরদৌসি কখনোই ভাবেননি মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গিয়ে আরুশি এতোটা অর্জন করতে পারবে।

আরুশির দেখাদেখি এখন অন্যান্য শিশুরা তাদের আবৃত্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে, এতে উৎসাহিত হচ্ছে অন্যান্য শিশুরাও।

কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের কাব্য চর্চায় ভূমিকা রাখছে, এর ইতিবাচক আর নেতিবাচক দিকগুলোই বা কী, এসব জানতে দেখুন ভিডিওটি।

বিবিসি বাংলায় আরও পড়ুন