ইউক্রেন-রাশিয়া যুদ্ধ: ছবিতে তিন সপ্তাহের ঘটনাপ্রবাহ

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরুর আগে কী ঘটছিলো? তিন সপ্তাহ পর এখন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে পরিস্থিতি? দেখুন এই ছবিঘরে:

খারকিভে একটি ভবনে রকেট হামলার পর ভবনটির ভেতরের দৃশ্য।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খারকিভে একটি ভবনে রকেট হামলার পর ভবনটির ভেতরের দৃশ্য - ১৫ই মার্চ ২০২২।
বিধ্বস্ত ইরপিন সেতুর উপর দাঁড়িয়ে দুজন ইউক্রেনীয় সৈন্য আকাশের দিকে বন্দুক তাক করে আছেন।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, বিধ্বস্ত ইরপিন সেতুর উপর দাঁড়িয়ে দুজন ইউক্রেনীয় সৈন্য আকাশের দিকে বন্দুক তাক করে আছেন। তারা রাশিয়ার ড্রোন খুঁজছেন ভূপাতিত করার জন্য - ৬ই মার্চ ২০২২।
ইরপিন শহরে ভারী গোলাবর্ষণের পর শহর ছেড়ে যাচ্ছেন অধিবাসীরা।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইরপিন শহরে ভারী গোলাবর্ষণের পর শহর ছেড়ে যাচ্ছেন অধিবাসীরা - ৬ই মার্চ ২০২২।
একদল গোরখোদক একটি কফিন নামাচ্ছেন কবরের মধ্যে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, একদল গোরখোদক একটি কফিন নামাচ্ছেন কবরের মধ্যে। গত তেরই মার্চ লাভিভ শহরে রুশ মিসাইল হামলায় নিহত তিনজন ইউক্রেনীয় সৈন্যদের কবর দেয়া হচ্ছে এখানে - ১৫ই মার্চ ২০২২।
খারকিভ শহরে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্থ একটি বাড়ি।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, খারকিভ শহরে গোলাবর্ষণে ক্ষতিগ্রস্থ একটি বাড়ি - ১৫ই মার্চ ২০২২।
ইউক্রেন সীমান্তের দেশ পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের এখন মানবিক ট্রেনে করে বিভিন্ন স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। এই মানুষগুলো উঠবেন জার্মানির বার্লিনগামী মানবিক ট্রেনে।

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেন সীমান্তের দেশ পোল্যান্ডে আশ্রয় নেয়া শরণার্থীদের এখন মানবিক ট্রেনে করে বিভিন্ন স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। এই মানুষগুলো উঠবেন জার্মানির বার্লিনগামী মানবিক ট্রেনে - ১৫ই মার্চ ২০২২।
ইউক্রেনে যুদ্ধ শুরুর আগের দিন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, যুদ্ধ শুরুর আগে রাশিয়ার সাথে ইউক্রেনের উত্তেজনা ক্রমেই বাড়ছিল এমন এক সময় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় ২০শে ফেব্রুয়ারি বিশাল পতাকা নিয়ে মিছিল করেন নাগরিকেরা। ওইদিন ইউক্রেন এবং রাশিয়া উভয়ই যুদ্ধ এড়াতে তীব্র কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানিয়েছিল। এর তিনদিন পরই রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে।
নিরাপত্তা পরিষদের বৈঠক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি ক্রমে উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার প্রেক্ষাপটে ইউক্রেনের অনুরোধে ফেব্রুয়ারির ২৩ তারিখে নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসে। ক্রেমলিন বৈঠকে জানায়, ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দনেৎস্ক এবং লুহানস্ককে রাশিয়ার কাছে নিরাপত্তা চেয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিভিশন বার্তায় বলেন, “ইউক্রেনের মানুষ শান্তি চায়।”
অ্যাথলেটিক বিলবাও বনাম এফসি বার্সেলোনার খেলোয়াড়

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ফেব্রুয়ারির ২৭ তারিখে স্পেনের বার্সেলোনায় লা লিগার অ্যাথলেটিক বিলবাও বনাম এফসি বার্সেলোনার ম্যাচে মাঠে নামার আগে দুই দলের খেলোয়াড়েরা যুদ্ধ বন্ধের আহ্বান জানানো এক ব্যানারের সামনে পোজ দেন।
জর্জিয়ার পার্লামেন্ট ভবনের সামনে মিছিল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেনের সমর্থনে এবং জর্জিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে দেশটির পার্লামেন্ট ভবনের সামনে মিছিল। জর্জিয়ার প্রেসিডেন্ট ইরাকলি গারিবাসভিলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবেন না বলে জানিয়ে দেবার পর ২৫শে ফেব্রুয়ারি ওই বিক্ষোভ হয়।
বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, রাশিয়া ইউক্রেনে অভিযান চালানোর পরদিন ২৫শে ফেব্রুয়ারি মস্কোতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে একজন প্রতিবাদকারীকে আটক করছে পুলিশ। এ পর্যন্ত কয়েকশ’ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
রোমানিয়া সীমান্তে শরণার্থীদের একটি দল

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ২ তারিখে ইউক্রেন রোমানিয়া সীমান্তে শরণার্থীদের একটি দল। রাশিয়ার অভিযান শুরুর পর থেকে বহু ইউক্রেনিয়ান দেশটিতে পালিয়ে আসেন।
ককটেল মলোটভ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৪ তারিখে ইউক্রেনের শহর লিভিভের বাইরে নাগরিকদের আত্মরক্ষার্থে দেয়া প্রশিক্ষণে ভলান্টিয়ারদের হাতে স্থানীয়ভাবে বানানো মলোটভ ককটেল ভর্তি ঝুড়ি।
কাঁদছেন একজন তরুণী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেনে রাশিয়ার অভিযানের প্রতিবাদে ২৫শে ফেব্রুয়ারি লন্ডনে এক বিক্ষোভ মিছিলে প্ল্যাকার্ড হাতে কাঁদছেন একজন তরুণী।
ভলোদিমির জেলেনস্কি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৩ তারিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে এক সংবাদ সম্মেলনে পশ্চিমা দেশগুলোর প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান। সেখানে তিনি বলেন “আপনাদের যদি আকাশপথে আসা হামলা আটকানোর ক্ষমতা না থাকে, তাহলে আমাকে বিমান দেন।” “আমরা যদি হেরে যাই, তাহলে এরপর লাটভিয়া, লিথুনিয়া, এস্টোনিয়ায় হামলা হবে,” বলে মন্তব্য করেন তিনি।
কাঁদছেন বয়স্ক ভদ্রলোক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৭ তারিখে ওডেসা শহর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় হাজারো মানুষকে, তাদেরই একজন এই বয়স্ক ভদ্রলোক। যিনি তার পরিবারের সদস্যদের বিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন, হয়ত আর দেখা হবে কি না সেই অনিশ্চয়তায়।
ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন নারী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৯ তারিখে ইউক্রেনের প্রধান বন্দর নগরী এবং দেশটির অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ শহর ওডেসায় একটি ময়লার ভাগাড়ে খাবার খুঁজছেন একজন প্রবীণ ইউক্রেনিয়ান নারী।
এটিএম বুথের সামনে লাইন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ৩রা মার্চ রাশিয়ার মস্কোতে এভিয়াপার্ক শপিংমলে টিঙ্কফ ব্যাংকের এটিএম বুথে টাকা তোলার লাইন। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে বহুজাতিক আইকিয়া এবং এইচঅ্যান্ডএম ব্র্যান্ড তাদের দোকান বন্ধ করে দিয়েছে গত সপ্তাহে। তার আগে আরো অনেকগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠান রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে।
জ্যাকেটের মধ্যে বিড়াল নিয়ে কিশোরী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৯তারিখে স্লোভাকিয়া সীমান্তে শরণার্থী হয়ে পৌঁছানো এক কিশোরী তীব্র শীতে জ্যাকেটের ভেতর নিজের শরীরের ওম দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছে পোষা বিড়ালটিকে।
বিলবোর্ডে স্লোগান লেখা রয়েছে, “আমরা তাদের পাশেই আছি”

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ৭ তারিখ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পথচারীরা রাস্তা পার হচ্ছে। ইংরেজি হরফ জেড চিহ্ন সম্বলিত বড় একটি বিলবোর্ডে স্লোগান লেখা রয়েছে, “আমরা তাদের পাশেই আছি”। রাশিয়ার সামরিক বাহিনীর সমর্থনে লেখা হয়েছে এই স্লোগান।
পুতিন ভিডিও লিঙ্কে বৈঠক

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মার্চের ১১ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে মস্কো থেকে নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেন। ওইদিন তিনি তার ভাষায় ‘বিশেষ সামরিক অভিযানে’ হাজার হাজার রুশ সৈন্যের পাশাপাশি বিদেশি যোদ্ধার অংশগ্রহণের পরিকল্পনার সমর্থনে বক্তব্য দেন।
রেল স্টেশনে বিদায় জানানো

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ইউক্রেনের লিভিভ শহরে রেল স্টেশনে প্রিয়তমাকে বিদায় জানাচ্ছেন সামরিক বাহিনীর একজন সদস্য, এই ট্রেনের গন্তব্য রাজধানী কিয়েভ যেখানে স্বদেশ রক্ষায় তার ডাক পড়েছে।