উন্নয়ন কাজ থেকে ঢাকায় এতো বায়ু দূষণ, ঝুঁকিতে আপনিও

ভিডিওর ক্যাপশান, বায়ুদূষণ: উন্নয়ন কর্মকান্ডে দূষিত হচ্ছে ঢাকার বায়ু

সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঢাকা শহরের বায়ু মান খারাপ হবার অন্যতম কারণ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থেকে সৃষ্ট ধূলিকণা।

মূলত নির্মাণকাজের স্থানগুলো ঢেকে না রাখা ও যথাযত তদারকির অভাবে এখান থেকে প্রচুর ধুলা তৈরি হয়, যা আশেপাশের বাসিন্দাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে।

দীর্ঘ ২৫ বছর ধরে বক্ষব্যধির চিকিৎসা দিচ্ছেন ডাক্তার আসিফ মুজতবা। তিনি জানান আগে তারা বেশিভাগ সংক্রামক রোগের রোগী পেতেন, গেল কয়েক বছর ধরে যে সব রোগী তাদের কাছে চিকিৎসা নিতে আসছে তাদের বেশিরভাগ বায়ু দূষণের শিকার।

পরিবেশ রক্ষায় আন্দোলনকারী সংগঠনগুলো বলছে, নির্মাণ কাজের স্থানগুলো নীতিমালায় নিয়ে আসার জন্য দাবী জানাচ্ছেন, কিন্তু সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে প্রশ্ন তোলাই এখন মহাপাপ মনে করা হয়। ঢাকা শহরের বায়ু দূষণের মাত্রা এবং এর কী ক্ষতিকর প্রভাব পড়ছে জানতে দেখুন এই ভিডিওটি।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: