সোমালিয়ায় সমাজের পুরোনো ধারণা বদলে দিচ্ছেন যে কর্মজীবী নারীরা

ভিডিওর ক্যাপশান, সোমালিয়ায় সমাজের পুরোনো ধারণা বদলে দিচ্ছেন যে কর্মজীবী নারীরা

আগামী ৮ই মার্চ সারা পৃথিবী জুড়ে পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সোমালিয়ায় এমন একটি আন্তর্জাতিক মানদণ্ড গৃহীত হতে যাচ্ছে যাতে কর্মক্ষেত্রে জেন্ডার সমতা বলবৎ করা এবং হয়রানির অবসান ঘটানোর অঙ্গীকারের কথা আছে।

সোমালি সমাজে নারীদের জন্য সমতা প্রতিষ্ঠার জন্য দেশটির সরকার যে প্রয়াস চালাচ্ছে এটা তারই অংশ।

সম্প্রতি সোমালিয়ায় আরেকটি আইন পাস হয়েছে যার মাধ্যমে পার্লামেন্টের ৩০% আসন এখন থেকে নারীদের জন্য সংরক্ষিত থাকবে।

পৃথিবীর যেসব দেশে লিঙ্গ-বৈষম্য সবচেয়ে বেশি প্রকট - তার একটি হচ্ছে সোমালিয়া। সেদেশে একটি পরিবারের আয়ের ৭০ শতাংশ পর্যন্ত উপার্জন করেন নারীরা, কিন্তু সোমালিয়ার আনুষ্ঠানিক কর্মক্ষেত্রে নারীদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম।

নারীদের সম্পর্কে নানা রকম বিরূপ ধারণা পোষণ করা এবং যৌন হয়রানি দেশটিতে খুবই সাধারণ ঘটনা।

বিবিসির আফ্রিকা আইয়ের সাংবাদিক জামাল ওসমান এমন একজন সোমালিয়ান নারীর সাথে কথা বলেছেন - যিনি নারীরা কর্মক্ষেত্রে কী ধরনের কাজ করতে পারে সে সম্পর্কে সমাজের কিছু বদ্ধমূল ধারণায় পরিবর্তন আনার চেষ্টা করছেন।