সারোগেসি: সন্তানের জন্মদানের এই পদ্ধতিটি কী?

ভিডিওর ক্যাপশান, সারোগেসি কী, এটির মাধ্যমে সন্তানের জন্ম হয় কীভাবে?

সম্প্রতি বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া আর তার স্বামী নিক জোনাস সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন।

আর এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

তবে সারোগেসির মাধ্যমে সন্তানের বাবা-মা হয়েছেন এমন উদাহরণ বলিউডে কম নয়।

বলিউডের কিং বলে পরিচিত শাহরুখ খান তার সবচেয়ে ছোট ছেলে আবরাম খানের জন্ম দিয়েছেন সারোগেসির মাধ্যমেই।

এছাড়া বলিউড অভিনেতা তুষার কাপুর, পরিচালক করণ জোহারও সারোগেসির মাধ্যমেই সন্তান লাভ করেছেন।

কিন্তু এই সারোগেসি কী? এটি নিয়ে কেনই বা এতো আলোচনা। আর বাংলাদেশে আইনে এটি নিয়ে কি কিছু আছে - দেখুন এই ভিডিওতে।

এ বিষয়ে আরো পড়ুন: