কাজাখস্তানে আসলে হচ্ছে কী? দেশটি সম্পর্কে কী জানা যাচ্ছে?

ভিডিওর ক্যাপশান, কেন উত্তাল মুসলিম প্রধান দেশ কাজাখস্তান? রুশ সেনারাই বা সেখানে কী করছে?

কাজাখস্তান নামে একটি বিরাট দেশ, যেটি আকৃতির দিক দিয়ে পৃথিবীর নবম বৃহত্তম, সেটিতে সম্প্রতি জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি নিয়ে শুরু হওয়া একটি আন্দোলন রীতিমত সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে।

সহিংস বিক্ষোভে এরই মধ্যে দেশটিতে চল্লিশ জনের বেশি মানুষ মারা গেছে।

প্রতিবেশি রাশিয়া থেকে কাজাখ প্রেসিডেন্ট সামরিক সাহায্য চেয়ে পাঠানোর পর সেখানে চলে গেছে রুশ সৈন্যরা।

এ নিয়ে আপত্তি তুলেছে আমেরিকা।

কাজাখস্তানে আসলে হচ্ছে কী? দেশটি সম্পর্কে কী জানা যাচ্ছে?

এ সম্পর্কিত আরো খবর পড়ুন: