আমার মায়ের মরদেহ কেন হিমায়িত করে রেখেছি?

ভিডিওর ক্যাপশান, মায়ের মরদেহ কেন আমি হিমায়িত করে রেখেছি?

কিম জং-কিলের মা মারা যাওয়ার পর তিনি তার মরদেহ দীর্ঘদিনের জন্য হিমায়িত করে রাখার সিদ্ধান্ত নেন।

এ কাজটা তিনি শুধু একাই করেননি।

সারা বিশ্বে প্রায় ৬০০ মরদেহ ক্রায়োজেনিকভাবে হিমায়িত করে রাখা হয়েছে।

কিন্তু কেন?

ক্রায়োপ্রিজারভেশন হচ্ছে এমন এক প্রযুক্তি যা দিয়ে মরদেহ হিমায়িত করে রাখা হয়।

বিশ্বাস করা হয় ভবিষ্যতে এসব দেহকে আবার জীবিত করা সম্ভব হবে।