স্বাধীনতার ৫০ বছর: পাকিস্তানে বসবাসরত যে বাঙালিরা নিজেদের সেদেশের নাগরিক ভাবে, কিন্তু স্বীকৃতি পায় না
পাকিস্তানের করাচিসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩৫ লাখ বাঙালি বসবাস করেন, যাদেরকে ওই দেশের নাগরিক হিসেবে স্বীকার করে না পাকিস্তান।
বেশ কিছু ক্যাম্পে তারা গেলো ৫০ বছর ধরে বসবাস করলেও কোন ধরণের জাতীয় পরিচয়পত্র নেই।
ফলে হাসপাতালে চিকিৎসা নেওয়া থেকে শুরু করে স্কুল কলেজে ভর্তি হতেও বিড়ম্বনায় পড়েন তারা।
প্রজন্মের পর প্রজন্ম এমন বৈষম্যের শিকার এসব পাকিস্তানি বাংলাভাষীরা চান বাংলাদেশে উর্দুভাষীরা যেমন জাতীয় পরিচয়পত্র পেয়েছে, তাদেরও যেন একই সুবিধা দেয় পাকিস্তান।
ভিডিওটি প্রযোজনা করেছেন পাকিস্তান থেকে বিবিসি উর্দু সার্ভিসের করিমুল ইসলাম।