ইজিবাইক: নানা বিতর্ক থাকলেও পরিবেশ রক্ষায় যে ভূমিকা রাখছে ব্যাটারিচালিত বাহন
পরিবেশের জন্য ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে উন্নত দেশগুলো যখন ইলেকট্রিক যানবাহন তৈরির উপর জোর দিচ্ছে, এমনকি ইলেকট্রিক বিমানেরও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, সেখানে বাংলাদেশের গ্রামাঞ্চলে বহুদিন ধরেই দাপিয়ে বেড়াচ্ছে একটি ইলেকট্রিক বাহন।
ব্যাটারিচালিত এই অটোরিকশাটি স্থানীয়ভাবে ইজিবাইক নামে পরিচিত, যা বৈদ্যুতিক চার্জের মাধ্যমে চলে এবং সস্তার বাহন হিসেবে বেশ জনপ্রিয়ও বটে।
এই ইজিবাইক বাংলাদেশে প্রথম এসেছিল ২০০৭ সালে চীন থেকে। তখন থেকেই এর সংখ্যা ক্রমে বাড়তে থাকে।
সংশ্লিষ্টদের মতে বর্তমানে সারা দেশে এই বাহনের সংখ্যা ১০ লাখের কম নয়।
যদিও ইজিবাইকের নিরাপত্তা ও দুর্ঘটনাপ্রবণতা নিয়ে নানা বিতর্ক আছে, কিন্তু পরিবশে রক্ষায় এই বাহণটি ভূমিকা রাখছে বলেও মনে করা হয়।
বিস্তারিত দেখুন সানজানা চৌধুরীর ভিডিও প্রতিবেদনে: