সেঁজুতি সাহা: বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী বানানোর স্বপ্ন যার

ভিডিওর ক্যাপশান, সেঁজুতি সাহা: বাংলাদেশের ঘরে ঘরে বিজ্ঞানী বানানোর স্বপ্ন যার

বাংলাদেশের বিজ্ঞানী সেঁজুতি সাহা , বিদেশে পড়ালেখা শেষ করে দেশেই ফিরে এসেছেন শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছায়। মেনিনজাইটিস নিয়ে কাজ করছেন ।

বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে সেঁজুতি সাহার দল।

সেঁজুতি সাহা একজন ক্যান্সার সারভাইভার, ক্যান্সারের সঙ্গে লড়াই করে এখন কাজ করে চলেছেন বাংলাদেশে কিছু করবেন বলে।

ভবিষ্যতে বড় রিসার্চ ইন্সটিটিউট গড়ার স্বপ্ন দেখেন সেঁজুতি সাহা। বিবিসি বাংলার আফরোজা নীলার সঙ্গে বলেছেন তাঁর জীবনের নানা গল্প।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: