কপ২৬: জলবায়ু নিয়ে মীমাংসা আলোচনা এখনো সফল বলা যাচ্ছে না কেন?
গ্লাসগোতে জলবায়ু সম্মেলন প্রায় শেষের দিকে। চূড়ান্ত মীমাংসার জন্য অপেক্ষায় বাংলাদেশসহ প্রায় দুশ ক্ষতিগ্রস্ত দেশ।
এই সম্মেলন কোন দিকে যাচ্ছে? সফল না ব্যর্থ হতে যাচ্ছে কপ-২৬?
এ নিয়ে গ্লাসগোর সম্মেলন থেকে বিবিসির শাকিল আনোয়ার কথা বলেছেন বাংলাদেশের বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী ও গবেষক ড. সালিমুল হকের সাথে।
আরও পড়তে পারেন:
- নেতাদের প্রতি তরুণ অনাস্থার নতুন শ্লোগান - 'ব্লা ব্লা ব্লা' আর 'গ্রিনওয়াশ'
- শেখ হাসিনাসহ যে পাঁচজন জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ
- গ্লাসগোর কপ২৬ সম্মেলনে কী হবে এবং কেন এ সম্মেলন জরুরি?
- জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের সহজ-সরল ব্যাখ্যা
- বিশ্বে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন বেড়েছে দ্বিগুণ
- বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চিহ্ন দেখা যাচ্ছে: বলছে জাতিসংঘ