কপ২৬: জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা হতে পারে?

ভিডিওর ক্যাপশান, গ্লাসগো থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা হতে পারে?

গ্লাসগো জলবায়ু সম্মেলনে শুক্রবার রাতের মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌছুনোর লক্ষ্যে এখন শেষ মুহুর্তের আপোষ-মীমাংসা চলছে।

স্বল্প এবং মধ্যমেয়াদে কার্বণ নিঃসরণের মাত্রা কতটা হবে এবং জলবায়ু সংকট সামাল দিতে অনুন্নত দেশগুলোকে কীভাবে কতটা সাহায্য করা হবে - তা নিয়ে সম্মেলন শুরুর ১১ দিন পরও কিছু মতবিরোধ চলছে।

এ নিয়ে বুধবার কপ সম্মেলন ভবনে বিবিসি বাংলার শাকিল আনোয়ার কথা বলেন বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য সাবের হোসেন চৌধুরীর সাথে।

আরও পড়তে পারেন: