কপ২৬: জলবায়ু সম্মেলন থেকে বাংলাদেশের প্রাপ্তি কতটা হতে পারে?
গ্লাসগো জলবায়ু সম্মেলনে শুক্রবার রাতের মধ্যে একটি সর্বসম্মত সিদ্ধান্তে পৌছুনোর লক্ষ্যে এখন শেষ মুহুর্তের আপোষ-মীমাংসা চলছে।
স্বল্প এবং মধ্যমেয়াদে কার্বণ নিঃসরণের মাত্রা কতটা হবে এবং জলবায়ু সংকট সামাল দিতে অনুন্নত দেশগুলোকে কীভাবে কতটা সাহায্য করা হবে - তা নিয়ে সম্মেলন শুরুর ১১ দিন পরও কিছু মতবিরোধ চলছে।
এ নিয়ে বুধবার কপ সম্মেলন ভবনে বিবিসি বাংলার শাকিল আনোয়ার কথা বলেন বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য সাবের হোসেন চৌধুরীর সাথে।
আরও পড়তে পারেন:
- নেতাদের প্রতি তরুণ অনাস্থার নতুন শ্লোগান - 'ব্লা ব্লা ব্লা' আর 'গ্রিনওয়াশ'
- শেখ হাসিনাসহ যে পাঁচজন জলবায়ু সম্মেলনে গুরুত্বপূর্ণ
- গ্লাসগোর কপ২৬ সম্মেলনে কী হবে এবং কেন এ সম্মেলন জরুরি?
- জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের সহজ-সরল ব্যাখ্যা
- বিশ্বে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিন বেড়েছে দ্বিগুণ
- বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চিহ্ন দেখা যাচ্ছে: বলছে জাতিসংঘ