কপ২৬: গরীবদের সাহায্যের পরিবর্তে বেশি করে ঋণ দিতে চায় উন্নত দেশগুলো?
গ্লাসগোতে চলতি জলবায়ু সম্মেলনে সোমবার আলোচনা-মীমাংসার মুখ্য বিষয় ছিল অ্যাডাপটেশন অর্থাৎ জলবায়ু পরিবর্তনের জেরে বিপদে পড়া মানুষের সুরক্ষা, এবং সেইসাথে আবহাওয়ার অস্বাভাবিক আচরণের সাথে খাপ খাইয়ে চলার জন্য তাদের সক্ষমতা বাড়ানো।
জলবায়ু পরিবর্তনে বিপন্ন দরিদ্র এবং উন্নয়নশীল দেশগুলোর কাছে এ বিষয়টি এক নম্বর অগ্রাধিকার।
এছাড়া, জলবায়ু পরিবর্তনের জেরে এসব দেশের সমাজ ও অর্থনীতির যে অপূরনীয় ক্ষতি হয়েছে বা হচ্ছে- তা পুষিয়ে নিতে শিল্পোন্নত দেশগুলোর কাছে থেকে তারা বাড়তি পয়সা দাবি করছে।
কিন্তু এসব দাবি এবারের জলবায়ু সম্মেলনে কতটা গুরুত্ব পাচ্ছে?
গ্লাসগোর জলবায়ু সম্মেলন ভবনে এ নিয়ে শাকিল আনোয়ার কথা বলেন বিশিষ্ট জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভলপমেন্ট-এর পরিচালক ড. সালিমুল হকের সাথে।