ফাঁকা বুলি নয়, কার্যকর পদক্ষেপের দাবিতে গ্লাসগোয় চলতি জলবায়ু সম্মেলনের মধ্যে মিছিল সমাবেশ

ভিডিওর ক্যাপশান, ফাঁকা বুলি নয়, কার্যকর পদক্ষেপের দাবিতে গ্লাসগোয় চলতি জলবায়ু সম্মেলনের মধ্যে মিছিল সমাবেশ

স্কটল্যান্ডের গ্লাসগোতে চলতি জলবায়ু সম্মেলনের মধ্যে শুক্রবার ঐ শহরে হাজার হাজার পরিবেশ আন্দোলনকারী শোভাযাত্রা সমাবেশ করেছে। মিছিলে অংশ নেওয়া বেশ কজনের সাথে কথা বলেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার। তাদের সবার অভিযোগ - জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন পৃথিবীকে বাঁচাতে বিশ্ব নেতারা বছরের পর বছর ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন, কাজ তেমন করছেন না। তারই প্রতিবাদ করছেন তারা।