ফাঁকা বুলি নয়, কার্যকর পদক্ষেপের দাবিতে গ্লাসগোয় চলতি জলবায়ু সম্মেলনের মধ্যে মিছিল সমাবেশ
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলতি জলবায়ু সম্মেলনের মধ্যে শুক্রবার ঐ শহরে হাজার হাজার পরিবেশ আন্দোলনকারী শোভাযাত্রা সমাবেশ করেছে। মিছিলে অংশ নেওয়া বেশ কজনের সাথে কথা বলেন বিবিসি বাংলার শাকিল আনোয়ার। তাদের সবার অভিযোগ - জলবায়ু পরিবর্তনের কারণে বিপন্ন পৃথিবীকে বাঁচাতে বিশ্ব নেতারা বছরের পর বছর ফাঁকা প্রতিশ্রুতি দিচ্ছেন, কাজ তেমন করছেন না। তারই প্রতিবাদ করছেন তারা।