নুরুল হক নূর: সাবেক ডাকসু ভিপি নূর নিজেকে নিয়ে নানা বিতর্কের জবাব দিলেন
আওয়ামী লীগের পক্ষ থেকে নানা সময় সাবেক ডাকসু ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরকে নিয়ে প্রশ্ন ওঠে যে তিনি ছাত্রলীগের ভেতরে লুকিয়ে থাকা বিপরীত মতাদর্শের ব্যক্তি ছিলেন কি-না।
আবার এই প্রশ্নও আছে যে তিনি আওয়ামী লীগ বিরোধী মতাদর্শ লালন করে রাজনৈতিক দল গড়তে যাচ্ছেন কি-না।
গণভবনের বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা আর সামনে গিয়ে 'মায়ের মতো' বলে প্রশংসা। কখনো বিএনপির সমালোচনা আবার কখনো তারেক রহমানের প্রশংসা। এরকম নানা বিষয়ে তাকে নিয়ে বিতর্ক দেখা যায়।
বিবিসি বাংলার সাথে এক সাক্ষাৎকারে এসব বিতর্কের উত্তর দিয়েছেন নূর। জানিয়েছেন তার সংগঠনের অর্থের উৎসসহ আরো নানা বিষয়।
ভিডিওটি বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন এখানে ক্লিক করে।