টোকিও অলিম্পিকসে জাপানে উচ্ছেদ হওয়া হতদরিদ্ররা- ওরা চেয়েছে আমরা 'অদৃশ্য' হয়ে যাই

ভিডিওর ক্যাপশান, টোকিও অলিম্পিকসে জাপানে উচ্ছেদ হওয়া হতদরিদ্ররা- ওরা চেয়েছে আমরা 'অদৃশ্য' হয়ে যাই

যখনই কোন দেশ অলিম্পিক গেমসের আয়োজনে নামে, তখন সেই স্বাগতিক দেশ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিষ্কার করে তা নান্দনিক করে তুলতে বিশেষভাবে তৎপর হয়।

টোকিওতে এই অলিম্পিকসের কারণে স্টেডিয়ামের আশপাশ, ট্রেন স্টেশন ও পার্কগুলো থেকে শত শত গৃহহীন মানুষকে উচ্ছেদ করা হয়েছে।

সমাজকর্মীরা বলছেন এই বর্ণাঢ্য আয়োজনের বলি হয়েছে শত শত বয়স্ক নাগরিক।

অভিযোগ উঠেছে জাপানের কর্তৃপক্ষ গৃহহীন মানুষের ব্যাপক সমস্যা ও দারিদ্রের চিত্র ঢাকার চেষ্টা করেছে।