টিকটক: নাচের ভিডিও আপলোড করে ভাইরাল নেপালের ৭৮ বছর বয়সী নারী

ভিডিওর ক্যাপশান, টিকটক: নাচের ভিডিও আপলোড করে ভাইরাল নেপালের ৭৮ বছর বয়সী নারী

টিকটকে সম্প্রতি ভাইরাল হন নেপালের ৭৮ বছর বয়সী বয়সী কৃষ্ণা কুমারী তিওয়ারি।

টিকটকে নাচের ভিডিওর কারণেই মূলত জনপ্রিয় হয়েছেন তিনি। অনেকদিন ধরে মনের মধ্যে চেপে রাখা ইচ্ছা প্রকাশ করতে পেরে এখন দারুণ খুশি তিনি।

তার একটি ভিডিও সম্প্রতি ১ কোটি ৮০ লাখেরও বেশি মানুষ দেখেছে এবং এতে কমেন্ট পড়েছে প্রায় ৬৫ হাজার।

প্রতিবেশী ১৯ বছর বয়সী সুনিতা বানিয়া কৃষ্ণা কুমারীর নাচের ভিডিওগুলো রেকর্ড করেন এবং তার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন।

প্রতিবেশী কারো বাড়িতে বিয়ে-শাদী বা অন্য কোন অনুষ্ঠান থাকলে নাচার জন্য নিয়ে যাওয়া হয় কৃষ্ণা কুমারীকে।

বিবিসি বাংলায় আরো দেখতে পারেন: