কোপা আমেরিকা ২০২১: আর্জেন্টিনার জয়, মেসির উচ্ছ্বাস আর নেইমারের কান্না

রবিবার বাংলাদেশ সময় ভোরবেলা ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোপা আমেরিকার রুদ্ধশ্বাস যে ফাইনালটি হলো, সেটি জন্ম দিলো নাটকীয় যেসব মুহূর্তের।

ম্যাচের শুরুতে দুই দল যখন মাঠে ঢুকছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ম্যাচের শুরুতে দুই দল যখন মাঠে ঢুকছে
মেসিকে নিয়ে সতর্ক ব্রাজিলের রক্ষণ

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মেসিকে নিয়ে সতর্ক ব্রাজিলের রক্ষণ
ম্যাচের ফল নির্ধারন করা মুহূর্ত, ডি মারিয়ার আলতো করে তুলে দেয়া বলে আর্জেন্টিনার লিড

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ম্যাচের ফল নির্ধারন করা মুহূর্ত, ডি মারিয়ার আলতো করে তুলে দেয়া বলে আর্জেন্টিনার লিড
নেইমার চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেননি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, নেইমার চেষ্টা করে গেছেন শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনার রক্ষণ ভাঙতে পারেননি
গোল দিয়ে স্বভাবসুলভ উদযাপন ডি মারিয়ার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, গোল দিয়ে স্বভাবসুলভ উদযাপন অ্যানহেল ডি মারিয়ার
ম্যাচ শেষে নেইমারের কান্না, ব্রাজিল ধরে রাখতে পারেনি কোপা আমেরিকার শিরোপা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ম্যাচ শেষে নেইমারের কান্না, ব্রাজিল ধরে রাখতে পারেনি কোপা আমেরিকার শিরোপা
মেসি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ভিডিও কলে কাছের মানুষদের মেডেল দেখাচ্ছেন মেসি
লিওনেল মেসি ও তাঁর দল গ্যালারির যে কোণে আর্জেন্টিনার দর্শকরা ছিলেন সেখানে আনন্দে শামিল হচ্ছেন

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিওনেল মেসি ও তাঁর দল গ্যালারির যে কোণে আর্জেন্টিনার দর্শকরা ছিলেন সেখানে আনন্দে শামিল হচ্ছেন
লিওনেল মেসি- কোপা আমেরিকা ২০২১ এর সেরা ফুটবলার

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিওনেল মেসি- কোপা আমেরিকা ২০২১ এর সেরা ফুটবলার
লিওনেল মেসি উদযাপনের কেন্দ্রে, তাকে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, লিওনেল মেসি উদযাপনের কেন্দ্রে, তাকে হাওয়ায় ভাসিয়ে উল্লাস করেন সতীর্থরা
মেসির হাতে শিরোপা, আর্জেন্টিনা ও মেসি ভক্তদের বহুদিনের অপেক্ষার অবসান

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, মেসির হাতে শিরোপা, আর্জেন্টিনা ও মেসি ভক্তদের বহুদিনের অপেক্ষার অবসান
২৮ বছর পর শিরোাপা হাতে আর্জেন্টিনা

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, ২৮ বছর পর শিরোাপা হাতে আর্জেন্টিনা
সাবেক বার্সেলানা সতীর্থ নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন মেসি

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, সাবেক বার্সেলানা সতীর্থ নেইমারকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন মেসি