আফগানিস্তান: স্বামী পিটিয়েছে, গুলি করেছে, কিন্তু দমাতে পারেনি যে নারীকে

ভিডিওর ক্যাপশান, ২৫ বছর বয়সী শাকিলা জেরিন ভয়াবহ সহিংসতার শিকার হয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।

নারীদের জন্য বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ আফগানিস্তান। গত বছর এখানে নারীদের বিরুদ্ধে সাড়ে তিন হাজারের বেশি সহিংসতার ঘটনা ঘটেছে।

দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির ক্রমশ অবনতির কারণে সহিংসতার এই সংখ্যা ক্রমশ বাড়ছে।

২৫ বছর বয়সী শাকিলা জেরিন ভয়াবহ সহিংসতার শিকার হয়েও অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন।

তার স্বামী তার মুখে গুলি চালানোর পর তাকে ২২ টি অপারেশন করাতে হয়েছে।

এখন তিনি কানাডায় আছেন এবং সেখানে বসেই লড়াই করছেন আফগানিস্তানের নিপীড়িত নারীদের পক্ষে।