হিজড়া: যে পোশাক কারখানার মালিক থেকে সব কর্মী তৃতীয় লিঙ্গের

ভিডিওর ক্যাপশান, চাঁদা তোলা বাদ দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টায় একদল তৃতীয় লিঙ্গের মানুষ

মাত্র ১২টি সেলাই মেশিন দিয়ে শুরু কাপড় বানানোর কাজ শুরু করেন গুরু মা আপন আক্তার, এখন পঁচিশটি মেশিন দিয়ে নিজের পুরো দল দিয়ে গার্মেন্টস পরিচালনা করছেন তিনি।

২০১৯ সালে এক বছরে প্রায় আটাশ লাখ টাকা লাভ করেন গার্মেন্টস ব্যবসা থেকে। রাস্তা ঘাটে লোকজনের কাছ থেকে চাঁদা তোলা বাদ দিয়ে তাই আত্মনির্ভরশীল হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

তবে করোনা মহামারির প্রভাব অন্যান্য ব্যবসার মতো তাদের উপরেও পড়েছে, ফলে পুরনো পেশা চাঁদা তোলায় ফিরতে বাধ্য হচ্ছেন মাঝে মধ্যে।

তৃতীয় লিঙ্গের এই আত্মনির্ভশীল হবার গল্প জানতে গিয়েছিলেন বিবিসির শাহনেওয়াজ রকি, বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি দেখুন ভিডিওটি।