চীনের কমিউনিস্ট পার্টির একশো বছর: কয়েক দশকের সামাজিক পরিবর্তন ধারণ করেছেন যে ফটোগ্রাফার

ভিডিওর ক্যাপশান, চীনের কমিউনিস্ট পার্টির একশো বছর: কয়েক দশকের সামাজিক পরিবর্তন ধারণ করেছেন যে ফটোগ্রাফার

জুলাই মাসে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার একশো বছর পূর্ণ হবে। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে মাও জেদং এর নেতৃত্বে চীনের কমিউনিস্ট পার্টি যেসব নীতি নিয়েছিল, তার পরিণামে দেশটিতে দুর্ভিক্ষ এবং অর্থনৈতিক ধস নামে।

তবে তার মৃত্যুর পর চীনে নতুন যুগের সূচনা হয়। সেসব পরিবর্তন ক্যামেরায় ধারণ করেছেন নতুন প্রজন্মের ফটোগ্রাফাররা। এদের মধ্যে বিখ্যাত একজন হচ্ছেন ইয়ান ঝিগাং। বিবিসির স্টিফেন ম্যাকডোনেলকে তিনি ঘুরিয়ে দেখিয়েছেন সেইসব স্থান, যেখানকার পরিবর্তন তিনি ধারণ করেছেন তার ক্যামেরায়।