মেঘার দুটি হাত নেই, তারপরও সে টিকটক স্টার

ভিডিওর ক্যাপশান, মেঘার দুটি হাত নেই, তারপরও সে টিকটক স্টার

মেঘা তার নাচ আর দৈনন্দিন কাজের যেসব ভিডিও টিকটকে আপলোড করেন সারা দুনিয়াতে লক্ষ লক্ষ লোক তা উপভোগ করেন।

এক বৈদ্যুতিক দুর্ঘটনায় নেপালের ২৩-বছর বয়সী মেঘার দুটি হাতই কেটে ফেলতে হয়।

কিন্তু তারপরও দমে যাননি তিনি।

লোকে যখন তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয় তখন মনটা ভরে ওঠে, বলছেন তিনি।

জেনে নিন তার সম্পর্কে।