আহত চিলের অভয়াশ্রম গড়ে তুলেছেন ঢাকার যে তরুণ

ভিডিওর ক্যাপশান, আহত চিলের অভয়াশ্রম গড়ে তুলেছেন ঢাকার যে তরুণ

আহত চিল উদ্ধার করে চিকিৎসা দেন পুরনো ঢাকার রাফিদ হক সোয়াদ।

এ জন্য নিজের বাসার ছাদে গড়ে তুলেছেন অভয়াশ্রম।

আইইউসিএন বলছে, বিশ্বে প্রায় পঁচিশ লাখের মতো প্রাপ্তবয়স্ক চিল রয়েছে।

জলবায়ু পরিবর্তন ও মানুষের বিরূপ আচরণের শিকার হয়ে চিলের এই সংখ্যা কমে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

চিলগুলোকে সেবাশুশ্রূষা করার পর বুনো পরিবেশে টিকে থাকার উপযোগী করে ছেড়ে দেওয়া হয়।

কীভাবে এটা করেন মি. হক?

দেখুন বিবিসি বাংলার শাহনেওয়াজ রকির তৈরি ভিডিওতে: