হার্ট ভাল্ভ: ঢাকার হাসপাতালে এমআইসিএস পদ্ধতিতে পাঁজরের হাড় না কেটে হাসিনা বেগমের হৃদযন্ত্রের দুটি ভাল্ভ প্রতিস্থাপন

ভিডিওর ক্যাপশান, পাঁজর না কেটে যেভাবে ভাল্ভ প্রতিস্থাপন করা হলো হাসিনা বেগমের

সতর্কতা: এই ভিডিওর কিছু কিছু দৃশ্য আপনার কাছে অস্বস্তিকর মনে হতে পারে।

বুকের হাড় না কেটেই হার্ট বা হৃদযন্ত্রের একটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল ভাল্ভ প্রতিস্থাপনের অস্ত্রোপচার করেছেন ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চিকিৎসকেরা।

এমআইসিএস নামে পরিচিত এই পদ্ধতি ব্যবহার করে হাসিনা বেগম নামের একজন নারী রোগের হৃদযন্ত্রের দুটি ভাল্ভ একযোগে প্রতিস্থাপন করেছেন ডা. আশরাফুল হক সিয়াম ও তার সহযোগীরা।

এই পদ্ধতিতে অস্ত্রোপচারের ফলে হাসিনা বেগম স্বাভাবিকের চেয়েও অনেক দ্রুত গতিতে সেরে উঠেছেন, এবং হাসপাতাল থেকে বাড়িও ফিরে গেছেন।

কীভাবে সম্ভব হলো এই অস্ত্রোপচার, কেন এটি জটিল, রোগীর অভিজ্ঞতাই বা কী? দেখুন ডা. আশরাফুল হক সিয়াম ও রোগী হাসিনা বেগমের বয়ানে।

বিবিসি বাংলার শাহনেওয়াজ রকি'র প্রতিবেদন ...