চার দশকে কীভাবে বদলে গেছে পৃথিবী

ভিডিওর ক্যাপশান, কীভাবে বদলে যাচ্ছে পৃথিবী

গুগল আর্থ সম্প্রতি একটি নতুন ফিচার চালু করেছে।

এতে ১৯৮৪ সাল থেকে ধারণকৃত পৃথিবীর বিভিন্ন জায়গার উপগ্রহ চিত্রগুলো 'টাইম-ল্যাপস' আকারে দেখার সুবিধা রয়েছে।

এর ফলে গত প্রায় চার দশকে পৃথিবীর বিভিন্ন স্থান কীভাবে বদলে গেছে, এবং পরিবেশের ওপর তার কী প্রভাব পড়েছে - তা দেখার সুযোগ তৈরি হয়েছে।