রোহিঙ্গা: সাগরে ভেসে থাকা এক শরণার্থীর আক্ষেপ - 'মৃত্যুর পরও এই অভিজ্ঞতা ভুলতে পারবো না'

ভিডিওর ক্যাপশান, 'মৃত্যুর পরও এই অভিজ্ঞতা ভুলতে পারবো না'

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই উন্নত জীবনের আশাায় অবৈধভাবে সমুদ্রপথে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন।

মানব পাচারকারী চক্রের সদস্যদের টাকা দিয়ে রোহিঙ্গারা সাধারণত মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেন।

সাগরপথে পাড়ি দেয়ার সময় খাবার ও পানির অভাবে অনেকের মৃত্যুও হয়।

দীর্ঘদিন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা রোহিঙ্গা শরণার্থী বোঝাই এরকম কয়েকটি নৌকা গত বছর উদ্ধার করে বাংলাদেশ।

সেরকমই এক নৌকায় থাকা কয়েকজন শরণার্থীর সাথে কথা বলে তাদের অবর্ণনীয় অভিজ্ঞতা জেনেছেন বিবিসি প্রতিবেদক।